হৃদপিন্ডের জমিটুকু-Jasmina Khatun


আমার হৃদপিন্ডের দেয়ালের জমিটুকু
তোমার নামে বরাদ্দ।
তুমি চাইলে শিলালিপি খোদাই করে
অমরত্বের গল্প বানিয়ে রেখো,
অথবা এক ধাক্কায় ধাতব হাতুড়ি ফেলে
টুকরো টুকরো করে দিও—
অযত্নে ফেলে দিও ধূলোমাখা মেঝেতে।

ডাইনোসরের বিলুপ্তি একদিন ঘটেছিল,
তেমনই বিলুপ্ত হবে ভালোবাসার সংজ্ঞা।
মানুষ ভুলে যাবে হৃদয়ের দহন,
অক্সিটোসিনের খেলা
থেমে যাবে নিঃশব্দে,
যেভাবে নক্ষত্রের আলো নিভে যায়
কালোমেঘের ধোঁয়ার আড়ালে।

তবু এই দেয়াল রয়ে যাবে—
তোমার হাতের ছাপ,
তোমার অনুপস্থিতির শূন্যতা বুকে নিয়ে।
আমি ধ্বংসস্তূপ থেকে জন্ম দেবো
নতুন একটা কবিতা।

✍️

 জাসমিনা খাতুন

✍️

রামপুরহাট, বীরভূম, ভারত
২৩/১১/২০২৪