Jasmina Khatun

খুঁজে চলা
জাসমিনার ভাবনায়
সব গল্পই একদিন শেষ হয়ে যায়,
সাদা-কালো পাতায় শুধু থেকে যায়
কিছু শব্দ—
মার্কারের কালি দিয়ে
উজ্জ্বল করে রাখা স্মৃতি।
আমি খুঁজে চলেছি…
অবিরত, নিরন্তর—
কি যে খুঁজে চলি!
আহা, এই খুঁজে চলাতেই কি মাখা থাকে
অদেখা কোনো আদরের ছোঁয়া?
কেনই বা খুঁজে চলি?
কিসের গন্তব্য? কিসের ঠিকানা?
আজও জানা হয়নি!
শুধু কিছু শব্দ, শুধু কিছু স্মৃতি—
মার্কারের কালি দিয়ে বারবার
উজ্জ্বল করে রাখি—
রামপুরহাট, বীরভূম, ভারত
১৮/০৭/২০২৫
Jasmina
পাখিটি
জাসমিনা খাতুন
সময়ের স্রোতে উড়ে চলি—
বিমোহিত প্রজাপতির মতো,
যেখানে আলো, সেখানে উড়ান;
যেখানে ছায়া, সেখানে আশ্রয়।
প্রকৃতির আঁচলে খুঁজি
একফোঁটা নিঃশ্বাসের ছন্দ,
যা বাঁধে না,
যা বলে— ‘তুই শুধু হাওয়া’।
তারপর…
নিজেকে পোড়াই নামের ছাঁচে,
টাইটেলের কড়া রোদের নিচে
জ্বলে উঠি—
আবার নিভেও যাই।
ভাবি—
আমিই চূড়া, আমিই শিখর—
কিন্তু সে তো কেবল শব্দের অলীক কুহেলিকা!
আত্মা…
সে তো বয়ে চলে নামের ঊর্ধ্বে—
কোনও খাঁচা, কোনও শিকল, কোনও পরিচয়
তাকে ছুঁতে পারে না!
আমরা সবাই ঝড়ের মুখে পড়া
কিছু শ্বাস…
কিছু নামহীন আর্তনাদ—
আমরা সবাই শুধু উড়ে চলি…
নির্বাক, নির্ভার,
অমোঘ স্মৃতি থাকে বিস্মৃতির দিকে।
রামপুরহাট,বীরভূম,ভারত
১৮/০৭/২০২৫