দুর্ভাগা ভগবান
——————-
অতৃপ্ত আত্মারা মানুষ হয়ে, প্রেমিক হয়ে, কবি হয়ে এই পৃথিবীতে আসে।
চোখে মিশে তৃষা, প্রাণ জাগে শূন্যতা, জলে হৃদয় ভাসে।
ভালোবাসা খুঁজে ফিরে লক্ষ কোটি আঁধার ভেদ করে।
জানে না সুখ তারা, জানে না হাসি,
বেদনায় বাজে গান, বিষাদে বাঁশি।
তারা খোঁজে নিশিদিন ভালোবাসা-হৃদয়ের দ্বারে,
স্বপ্নগাঁথা হাজারো কথা আঁখি-নদীর অতলে ডুব দিয়ে মরে।
অতৃপ্ত আত্মারা মানুষ হয়ে, প্রেমিক হয়ে, কবি হয়ে পৃথিবীতে আসে।
দুর্ভাগা ভগবান জানে না, কে কাকে কতটা ভালোবাসে।
তাই তো বিরহে প্রেম আমার হয়ে থাকে।
জাসমিনা খাতুন
রামপুরহাট, বীরভূম, ভারত
২৪/১১/২০২৪
Shiko përkthimin